প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রথম আলোর অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার নিহত হওয়ার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান মেজিস্ট্র্যাট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন: সহযোগী সম্পাদক আনিসুল হক, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শুভাশীষ প্রামাণিক ও শাহপরাণ তুষার, কিশোর আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, ডেকোরেটর ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসীমউদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।
প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মোহাম্মদপুর থানা পুলিশ। বাদীপক্ষের আবেদনের কারণে শুনানি শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
শুনানিতে বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন, প্রথম আলো, কিশোর আলো, বন্ধুসভা যে অনুষ্ঠান করেছিল তাতে বিদ্যুৎ সরবরাহে অব্যবস্থাপনা ছিল। তাদের গাফিলতির কারণে আবরারের মৃত্যু হয়।
শুনানির সময় নিহত আবরারের বাবা মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ দিন মোহাম্মদপুর থানা পুলিশ প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি নিয়ে ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
গত বছরের ১ নভেম্বর মোহাম্মদপুরে রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান হয়। অনুষ্ঠান চলার সময় স্কুলের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ৬ নভেম্বর আবরারের বাবা মুজিবুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন।