
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী।
শনিবার রাতে গণভবনে যান আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাত ৯টার দিকে তারা গণভবনে যান। তখনও নির্বাচনের সব কেন্দ্রের ভোটের ফল ঘোষণা হয়নি। তবে ভোটের ব্যবধানের কারণে দুই প্রার্থীই জয়ের সুবাস পাচ্ছিলেন।
উত্তরের মেয়র আতিকুল ইসলাম তার ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ছবি আপলোড করেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয় ঢাকার দুই সিটি করপোরেশনে। দুই সিটির সব কেন্দ্রে প্রথমবারের মত ইভিএমে ভোট গ্রহণ হয়। মধ্যরাতের পর দুই সিটির সব কেন্দ্রের ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তারা বেসরকারিভাবে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত ঘোষণা করেন।