প্রধানমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা

[ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের রঙিন ভিডিও]

0
826
শনিবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিরজনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শনিবার সকাল ৭টার কিছু পরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। ফুলেল শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধৃর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান। দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর সময় সাথে ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের অনেকগুলো বছর এই ভবনে বাস করতেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠন।

এদিকে, ৭ই মার্চের কর্মসূচি হিসেবে  ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া আজ বেলা ৩টায় ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিবেন জাতীয় নেতা ও বুদ্ধিজীবীরা।

আওয়ামী লীগ ছাড়াও দলটির বিভিন্ন সহযোগী সংগঠন এবং কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে।

আইসিটি বিভাগের সৌজন্যে