জাতীয় সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে দেয়া এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মান্নানের আওয়ামী লীগ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করেন।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তার মত একজন রাজনীতিকের মৃত্যুতে আংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আবদুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তোল করেন।