নিরাপত্তা প্রহরী পদে লোকবল নিয়োগ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক। ব্যাংকটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, শিগগিরই তারা ৩০ জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দিবে।
এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা যায়, আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীকে অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর সাবেক সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
নিয়োগ পাওয়া নিরাপত্তা প্রহরীরা ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন পাবেন।
৩০ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে নিচের ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রধান কার্যালয়, ৭১-৭২ প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা-১০০০।