প্রাণভিক্ষা চাইলো বঙ্গবন্ধুর খুনী

0
622

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পবিারের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাজেদ।

বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে এ আবেদন করেছে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারা কর্মকর্তা জানান, আজ (বুধবার) বিকেলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হয়। তার আবেদন যথাযথ ব্যবস্থায় রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ কোলকাতায় আত্মগোপন করে ছিল। করোনা পরিস্থিতির কারণে মাজেদ ২৩ বছর পর ঢাকায় আসে। সোমবার দিবাগত রাতে পুলিশ তাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে।