প্রাথমিক বিদ্যালয়ের কর্মসূচি স্থগিত

0
713

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কর্মসূচি স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে। পরিস্থিতির উন্নতি হলে এই কর্মসূচি পালন করা হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই সিদ্ধান্তের কথা জানান।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে এই অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৫৫২ জন। রোববার পর্যন্ত প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫১৬ জন। শুধুমাত্র চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ জন। দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২১৩ জন।