করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।
রোববার দিবাগত রাতে শারমিন সুলতানা রিনাকে রিজেন্ট হাসপাতারের আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার ও সিটি এডিটর হুমায়ুন কবির খোকন। বুধবার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়।
শুক্রবার সন্ধ্যার পর পাওয়া রিপোর্টে জানা যায় প্রয়াত খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনা এবং ছেলে আশরাফ আবীরও করোনা ভাইরাস পজেটিভ। শুক্রবার রাতেই তাদের রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
শারমিন সুলতানা রিনা শিশু সাহিত্যিক ও শিল্পকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। তাদের বড় সন্তান আশরাফ আবীর নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। আবীরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশে করোনা ভাইরাসে মারা যাওয়া প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন।