গত ২৮ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন। প্রাণঘাতি এই ভাইরাসে মারা যাওয়া প্রথম সাংবাদিক। দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার ও সিটি এডিটর খোকনের মৃত্যুর পর জানা গেল, তার স্ত্রী শিশু সাহিত্যিক, শিল্পকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শারমিন সুলতানা রিনা এবং ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আশরাফ আবীরও করোনা ভাইরাস পজেটিভ। তারা এখন রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

করোনা যুদ্ধে নিহত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী Sharmin Sultana Rina তার ফেসবুকে দিয়েছেন প্রয়াত স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস। তিনি লিখেছেন,
“ঘুম আসে না, চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি। হাত পা ঠান্ডা হয়ে যায়। মাথার উপরের ছাদটা সরে গেছে। পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। কি হবার কথা ছিলো, কি হলো? খুব কি তাড়া ছিলো তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার? আমাকে কিছু বলেও গেলে না। আমি আমাকে কি দিয়ে সান্তনা দেবো? মাকে কে দেবে সান্তনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে? দুটো পরিবারের মধ্যমণি তুমি, গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে। কোন সমস্যা হলে কে দাঁড়াবে আর? এই সাংবাদিক কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি? আমার অনেক কথা বলার আছে, কিছুই বলতে পারছি না। শেষ সময়েও তোমার মুখে হাসি ছিলো। সে ছবিটা বার বার ভাসছে। তুমি যেখানে গেছো মহান আল্লাহ তোমাকে সর্বোচ্চ স্হানে আসীন করুক। এই পৃথিবীর চাইতে আরো বড় এক পৃথিবী তোমাকে উপহার দিক। ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো…”