বরেণ্য ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটোর মা ফরিদা মান্নানের দাফন সম্পন্ন হয়েছে। আসরের নামাজের পর নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
আজ বুধবার রত্নগর্ভা ফরিদা মান্নান আটাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হলি ফ্যামিলি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসার পর ফরিদা মান্নানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
ফরিদা মান্নানের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। তার দুই ছেলে ও দুই মেয়ে। তার দ্বিতীয় সন্তান ফরহাদ টিটো আধুনিক ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তিনি বর্তমানে কানাডার মন্ট্রিয়ালে বাস করেন।