বরেণ্য ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটোর মা ফরিদা মান্নান অজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্না লিল্লাহ… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর। দুপুরে (বাংলাদেশ সময়) কানাডা প্রবাসী ফরহাদ টিটো তার ফেসবুক পোস্টে মায়ের ছবি দিয়ে এ সংবাদ জানান। ফেসবুকে তিনি লিখেন:
“আমার মা। আর আমি।
মা আমাকে, আমাদেরকে ছেড়ে চিরতরে চলে গেছেন কয়েকঘন্টা আগে।
তাঁর সামনে এখন কবরের গহীন অন্ধকার।
আমি, আমার ভাই-বোন আর পরিবারের অন্যরা বেঁচে আছি আলো ঝলমল পৃথিবীতে।
আমরা কতো স্বার্থপর ! মাকে ছাড়া বাঁচতে পারিনা। মাকে ধরেও রাখতে পারিনা !”