ফ্রান্সের দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে মালিতে। এতে ১৩ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ফরাসি সশস্ত্র বাহিনীর ৬ কর্মকর্তা ও ১ জন মাস্টার কর্পোরাল করেছেন বলে জানা গেছে।
সোমবার স্থানীয় মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিজেদের দুই হেলিকপ্টার কাছাকাছি চলে এলে এই দুর্ঘটনা ঘটে। সূত্র : এএফপি ও রয়টার্স।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তোয়ারেগ নামের মিলিশিয়া বাহিনী ২০১২ সালে দেশের উত্তরাংশ দখল করে নেয়। এরপর থেকে মৌলবাদী সংগঠন আল কায়েদা ও দায়িশ প্রতিবেশী দেশগুলোতে হামলা চালায়। পরিস্থিতি মোকাবেলা করতে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে। সেখানে ফ্রান্সসহ বিভিন্ন দেশের সেনা সদস্যরা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।