ফরিদপুরে গায়েব হয়ে গেছেন বিদেশফেরত প্রায় ৪ হাজার মানুষ। এদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। সব কথা কী আর রাখা যায়! তাই তারা মানছেন না নির্দেশনা। জেলা স্বাস্থ্য বিভাগ এখন তাদের খুঁজে বেড়াচ্ছে।
চলতি মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফেরা ৩ হাজার ৯৯৩ জন ফরিদপুরের। এদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে এই তালিকা দেয়া হয়। এদের অধিকাংশই ভারত ফেরত।
মঙ্গলবার রাতেফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময় তিনি আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, প্রত্যেককেই যার যার নিজের অবস্থান থেকে করণীয় কাজগুলো করলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।