ফান এন্ড লার্ন ডে

0
1133

রাজধানীর হীড ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো ফান এন্ড লার্ন ডে। শনিবার সকালে স্কুলটির কেজি ওয়ান ও কেজি টু শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শো-তে অংশ নেয়।

অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল আনান মুস্তাফিজ মুগলি, আয়ানুজ্জামান খান, আয়ান রহমান, মাহির মিয়া, সুদামা চক্রবর্তী, সাবিহ ইলান, সাইহান, তুফাজ্জিনা রোদসী, ফারহিয়া বিনতে ফয়সাল রুমাইসা, কাজী আজমীন খান আইরা, নামিরা হোসেন নির্ভা, মেঘলা বিনতে রাশেদসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ টোলবার্ট দ্যুবে, শিক্ষক মিজ রীমু, লাবনী, ফাহমিদা, শায়না, রফিকসহ বেশ কয়েকজন শিক্ষক।