প্রাণঘাতি করোনা ভাইরাসে ফিলিপাইনের ম্যানিলায় একজনের মৃত্যু হয়েছে। ফিলিপাইনে করোনা ভাইরাসে কোন রোগীর মৃত্যুর এটি প্রথম ঘটনা। মৃত নারী চীনের নাগরিক।
দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাজধানী ম্যানিলার স্যান লাজারো হাসপাতালে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর ৪৪ বছর বয়েসী এক নারী মারা যান। তিনি চীনের উহানের বাসিন্দা।
হাসপাতাল বলছে, নিউমোনিয়া নিয়ে ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ কয়েকদিন অবস্থার অবনতি হয়নি। বরং কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু শেষ চব্বিশ ঘন্টায় অবস্থার দ্রুত অবনতি হয় এবং মারা যান। চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুতই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।