খাবার সংকটে পড়া কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য চালু করা হট লাইনে সাড়া পাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যারা লজ্জায় সরাসরি খাবার চাইতে পারছেন না তাদের জন্যই এই হট লাইন সেবা।
করোনা ভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিপাকে পরেছেন শ্রমজীবী মানুষ। প্রথম দফায় ঘোষণা অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত সব কিছু বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনা করে ছুটির মেয়াদ বাড়ানো হয় ৯ এপ্রিল পর্যন্ত। ফলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ করে ১১ এপ্রিল পর্যন্ত সব কিছু বন্ধ থাকছে। এ কারলে বিপাকে পরেছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষত দিনমজুর শ্রেণি।
হট লাইনে ফোন করলে ঘরেই পৌঁছে দেয়া হচ্ছে খাবার। ডিএসসিসি’র প্রত্যেক ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্রের তালিকা করে খাবার সামগ্রি পৌঁছে দেয়ার কার্যক্রমে থাকছে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর পরিকল্পনা।
জানা গেছে ডিএসসিসি মেয়র ছাঈদ খোকন মানবিক কারণে তালিকা করে খাবার পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু নিম্ন বিত্ত অনেকেই লজ্জায় তালিকাভুক্ত হননি বা সহায়তা নিচ্ছিলেন না। এমন মানুষদের কথা ভেবেই চালু করা হয়েছে হট লাইন।
০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ নাম্বারে ফোন করলে ডিএসসিসি কর্মকর্তারা খাবার ঘরে পৌঁছে দিচ্ছেন।