জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যতম খুনী আবদুল মাজেদ গ্রেফতার হয়েছে। গ্রেফতারের পর মাজেদকে আদালতে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: বাসস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামিদের অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে আমরা গ্রেফতার করেছি। ইতোমধ্যে তাকে আদালতে পাঠনো হয়েছে।’