সরকারের নয় জন সচিব টুঙ্গীপাড়ায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। এসময় তারা জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে শ্রদ্ধা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, রাষ্ট্রপতি কার্যালয়ে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর ও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর বেগম বদরুন নেছা।
সকালে অফিসার্স ক্লাব থেকে সচিবরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাইক্রোবাসে করে একসাথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হন।
এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম পরে আলাদাভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।