নিউজ ডেস্ক: রাঙামাটির বরকলে ওজু শেষে ফেরার পথে বন্যহাতির আক্রমণে মালেক মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে বরকল উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুরকুটিছড়ির পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বরকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সুরভী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদসংলগ্ন নদীর পাড়ে ওজু করতে যান। কিন্তু ঘণ্টার অধিক সময় পরও না ফিরলে তার পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা তল্লাশি নিয়ে নিশ্চিত হন যে, ওজু শেষে ফেরার পথে বন্যহাতির আক্রমণে মালেক মারা গেছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জেলা ও পুলিশ প্রশাসনের অনুমতিতে বিকালে লাশ দাফন করা হয় বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বরকলে বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির লাশ দাফন-কাফনের ব্যবস্থাসহ সরকারি ক্ষতিপূরণ নিশ্চিত করে দিতে বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থল গেছেন।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বরকলের ওই এলাকায় ভোরে ফজরের নামাজ আদায়ে ওজু করে ফেরার পথে বন্যহাতির আক্রমণে মালেক নামে এক ব্যক্তি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।
বন্যহাতি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD