নিউজ ডেস্ক: আর্তমানবতার সেবায় আবারও কার্যক্রম শুরু করেছে ফেসবুক গ্রুপ ‘রেসপন্স টিম’। এ বিষয়ে রেসপন্স টিমের সহ-প্রতিষ্ঠাতা সাংবাদিক রহমান মুস্তাফিজ গ্রুপে মানবতার ডাকে সবাইকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার দেয়া পোস্টে তিনি জানান, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান খাবার, ওষুধ বা নগদ টাকা রেসপন্স টিমে জমা দিলে তা শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
এ বিষয়ে রেসপন্স টিমের আরেক প্রতিষ্ঠাতা আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না জানান, মানুষের দেয়া সহায়তা দুর্গত এলাকায় পাঠাতে যেনো বাড়তি খরচের বোঝা তৈরি না হয় সেকারণেই শিক্ষার্থীদের সহায়তা নেয়া হবে। তিনি জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। তাই এখন খাবার পাওয়া গেলে তা বিতরণ করা হবে। আর নগদ টাকা দিয়ে দুর্গত এলাকার শিক্ষার্থীদের বই, খাতা ও কলম দেয়া হবে।
রহমান মুস্তাফিজ লেখেন,
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কী, মানুষ পেতে পারে না
==============================
কোভিডকালে রেসপন্স টিম ১২টি জেলায় প্রায় দেড় লাখ মানুষের পাশে দাঁড়িয়েছিল খাবার, ওষুধ, পিপিই ও স্যানিটাইজার নিয়ে। খাবারের ব্যবস্থা করা হয়েছিল ঘরহীন কুকুর, বিড়ালের জন্যও। আমাদের সেবা পেয়েছে মুক্ত আকাশে বিচরণ করা পাখিও। গুলিস্তান সদরঘাট রুটে গাড়িটানা ঘোড়ার জন্যও খাবারের ব্যবস্থা করতে হয়েছিল। বিভিন্ন খামারে থাকা মাছদের খাবারের জোগান দিতে হয়েছিল। করোনাকালের শুরুতে যিনি সহায়তার হাত বাড়িয়েছিলেন, কয়েক মাস পর তার বাড়িতেও খাবারের ব্যবস্থা করতে হয়েছিল। এমন ভয়াবহ পরিস্থিতি আমরা মোকাবেলা করেছিলাম গ্রুপের সবাই মিলে।
এরপর অনেকটা নীরবতা। তারপর আবার যখন এলো তীব্র শীত… রেসপন্স টিম আবার দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে। গত দুই বছর আমরা সিনিয়র সিটিজেন ও শিশুদের জন্য কম্বল ও শীতের পোশাক যোগান দিয়েছি। গ্রুপের ৬/৭ জন অর্থ দিয়ে এ কাজে সহযোগিতা করেছেন।
এবার বন্যা পরিস্থিতিতে আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে আর্তের পাশে দাঁড়াতে চাই। এ মুহূর্তে আমাদের দরকার-
১) চিড়া
২) গুড়
৩) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
৪) ফিটকিরী
৫) খাবার স্যালাইন
৬) গুঁড়া দুধ (বৃদ্ধ ও শিশুদের জন্য)
৭) বিস্কুট (বৃদ্ধ ও শিশুদের জন্য)
৮) মোমবাতি
৯) গ্যাস লাইটার
১০) নাপা/প্যারাসিটামল ট্যাবলেট
১১) ডায়রিয়া ও আমাশয়ের ট্যাবলেট
১২) হ্যান্ড ওয়াশ
১৩) নগদ টাকা
ওপরের তালিকা অনুযায়ী আপনারা নগদ অর্থসহ যে যা সহায়তা করবেন তা বন্যাদুর্গত এলাকায় মানবিক তৎপরতা চালাচ্ছে এমন ছাত্রদের কাছে পৌঁছে দেয়া হবে। একই সাথে কে কি সহায়তা করলেন তার তালিকা গ্রুপে জানিয়ে দেয়া হবে। কোথায় কিভাবে বিতরণ করা হবে তাও জানিয়ে দেয়া হবে যেমনটা করা হতো করোনাকালে।
নগদ টাকা দিতে চাইলে-
বিকাশ ও নগদ নাম্বার : ০১৯১৪৯৭৭৭০৭
(আমাদের এই একটি-ই নাম্বার। করোনাকালে বা গত দুই বছর শীতের সময় যারা সহায়তা করেছেন তাদের কাছে নিশ্চয়ই নাম্বারটা আছে। টাকা পাঠালে স্ক্রিনশট গ্রুপে পোস্ট করে জানাতে পারেন।)
সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।”
আর্থিক সহায়তা দেয়া যাবে বিকাশ ও নগদ নাম্বার ০১৯১৪৯৭৭৭০৭-এ।
ব্যাংকে: আর্ট নিউজ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, পল্লবী শাখা। অ্যাকাউন্ট নম্বার: ২১১ ১১০০ ০২২ ০৮১; রাউটিং নাম্বার: ০৯০২৬৩৫৮১ অথবা, রহমান মুস্তাফিজ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, পল্লবী শাখা। অ্যাকাউন্ট নম্বার: ২১১ ১৫৭ ২৪৮৭; রাউটিং নাম্বার: ০৯০২৬৩৫৮১।
এ বিষয়ে রহমান মুস্তাফিজ জানান, যারা বিভিন্নভাবে সহায়তা করবেন তারা রেসপন্স টিমের অফিসিয়াল গ্রুপে কে কিভাবে সহায়তা করেছেন তা জানাবেন (টাকা পাঠালে তার স্ত্রিনশট)। এছাড়াও অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকেও গ্রুপে কে কি দিল এবং তা কিভাবে বন্টন হলো পোস্ট দেয়ার মধ্য দিয়ে সবাইকে জানানো হবে।
ফেসবুক গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/2967426696679776
উল্লেখ্য, করোনাকালে অনন্য ভূমিকা পালন করায় ২০২১ সালে ‘ওআইসি ইয়ূথ সামিট’-এ রেসপন্স টিমকে বিশেষ সম্মাননা জানানো হয়।
বন্যার্ত/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD