০৬ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মধ্য আমেরিকা জুড়ে বৃহস্পতিবার হারিকেন ইতার তান্ডব চালিয়েছে। হারিকেনের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গুয়েতেমালায় ৫০ জন মারা গেছেন।
মঙ্গলবার নিকারাগুয়ার উত্তরাঞ্চলে ক্যারিবীয় উপকূলে হারিকেন ইতা আঘাত হানে। ঝড়ের তান্ডবে উপকূলীয় গ্রামগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে হন্ডুরাসে আঘাত হানার দুইদিন পরে এটি কিউবার দিকে গতিমুখ পরিবর্তন করে। আবহাওয়া অফিস আগেই ঝড়টি সম্পর্কে সতর্ক করে দিয়েছিল।
ঝড়ের প্রভাবে বৃষ্টিপাতে ভূমিধসে গুয়েতেমালায় ৫০ জনের বেশী লোকের মৃত্যু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আলিজান্দ্রে গিয়ামমেট্টি বৃহস্পতিবার এ কথা জানান।
তিনি জানান, দেশটির উত্তরাঞ্চলে ভূমিধসে আদিবাসী জনগোষ্ঠীর ২৫টি বাড়ি মাটি চাপা পড়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই এলাকায় উদ্ধারকর্মী পোঁছানো অসম্ভব হয়ে পড়েছিল। উপায় না থাকায় পায়ে হেঁটে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করেন।
আন্তর্জাতিক/এসকেএম/টিটি