বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদপত্রে কর্মরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
রোববার সদ্য প্রতিষ্ঠিত প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন দৈনিক কালেরকণ্ঠ ও অধিকার-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন।
সাধারণ সভায় খায়রুল ইসলাম সোহাগ (দৈনিক সময়ের খবর), মাহবুব হোসেন (দৈনিক সকালের বার্তা), কাজী হাফিজুর রহমান (দৈনিক দখিনের সময়) ও রনি হাওলাদার (দৈনিক দখিনের কাগজ)-কে যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন: আশরাফুজ্জামান শেখ (দৈনিক কালের ছবি), জয়নাল আবেদীন (দৈনিক খোলা কাগজ), সানজিদা ইসলাম জুঁই (রিপোর্ট ৭১), তরিকুল ইসলাম (বিজয় নিউজ), আজম খান আবির (রাইজিং বিডি), মেহেদী মিশাদ (সংবাদ দর্পণ), সাইফুল ইসলাম সাব্বির (রূপালী বার্তা)।
আহ্বায়ক কমিটি দুই মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ণ, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন গঠন করবে।