কুড়িগ্রামের ঘটনার রেশ কাটার আগেই পটুয়াখালীতেও নির্যাতনের শিকার হলেন স্থানীয় একজন সাংবাদিক। জেলার বাউফল উপজেলায় সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এইচ এম বাবলুর হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তবে বাবলু হামলার শিকার হয়েছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে।
পটুয়াখালী থেকে আর্ট নিউজ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে বাউফলের কালাইয়া বাজার রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় দৈনিক খবরপত্রের বাউফল উপজেলা প্রতিনিধি বাবলুর হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এইচ এম বাবলু জানান, সোমবার দুপুরের দিকে সৈয়দ শহীদুল ইসলাম দাশপাড়া ইউনিয়নের বাহির দাশপাড় গ্রামে তার (বাবলুর) পৈত্রিক জমির সীমানা পিলার তুলে ফেলেন। মঙ্গলবার সন্ধ্যার পর কালাইয়া বন্দরে শহীদুল ইসলামের সাথে দেখা হলে বিষয়টি জানতে চাই। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল ও তার ৩/৪ জন সঙ্গী মিলে হামলা চালায়।
সাংবাদিক বাবলুর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।