র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে খুঁজে পেয়েছে চারটি পপি বাগান। বান্দরবানের রুমা উপজেলায় গড়ে ওঠা সবগুলো বাগানই ধ্বংস করা হয়েছে।
শুক্রবার রুমা উপজেলার রেমাক্রি পাংসা ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। কেওক্রাডং পাহাড়ের ঝর্ণার পাশে গড়ে তোলা চারটি বাগানে পপি চাষ করা হতো। র্যাব-৭ অভিযান চালিয়ে বাগানগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে।
র্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জুয়েল জানান, মিয়ানমার সীমান্তের কাছে নিষিদ্ধ পপি চাষ বন্ধে অভিযান চালানো হয়েছে। কেওক্রাডং পাহাড়ের কয়েক কিলোমিটার দূরে বাগানগুলোর সন্ধান পাওয়া যায়।
পপি থেকে কয়েক ধাপ সাইক্লিংয়ের মাধ্যমে মরণ নেশা হেরোইন উৎপাদন করা হয়।
Leave a Reply