বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় ৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিবেন।

শনিবার রাতে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েব সাইটে ( http://www.barcouncil.gov.bd/wp-content/uploads/Result-of-MCQ-28-02-2020.pdf ) এই ফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার, ২৮ ফ্রেবুয়ারি ২০২০ আইনজীবী তালিকাভুক্তির এই এমসিকিউ পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমসিকিউ পরীক্ষার সরাসরি ফল জানতে ক্লিক করুন:
https://drive.google.com/file/d/1auY7cMWUdMpLujiWRIky5uFxqwGfJqVX/view