বাহরাইনে করোনা ভাইরাস আক্রান্ত হওযা ১৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ইব্রাহিম খলিল কানু কমিউনিটি মেডিকেল সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার নাগরিকদের বিদ্যুৎ ও পানির বিল মওকুফের ঘোষণা দিয়েছে।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ১৬ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বঠর বয়েসি এক মহিলার মৃত্যুর পর নতুন কিছু পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোভিড-১৯ টাস্কফোর্স ঘোষিত কয়েকটি পদক্ষেপ ১৮ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এসব পদক্ষেপ্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ১) সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
২) বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল খোলা থাকবে।
৩) রেস্টুরেন্ট কার্যক্রম সীমিত হবে।
৪) সব সিনেমা হল এক মাসের জন্য বন্ধ থাকবে।
৫) বেসরকারি স্পোর্টস সেন্টার, জিম, সুইমিংপুল ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
৬)সিসা ক্যাফেতে সিসা বন্ধ রেখে শুধু খাবার ও পানীয়ের জন্য খোলা থাকবে।
৭) প্রবীণ ও গর্ভবতীদের জন্য সুপার মার্কেটের প্রথম ঘন্টা বরাদ্দ থাকবে।
৮) ২০ জনের বেশি লোক জমায়েত করা যাবে না। যেখানে অনেক মানুষ একসাথে থাকে, প্রয়োজনে সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে।
৯) খুব প্রয়োজন না হলে সব ধরণের ভ্রমণ এড়িয়ে যেতে হবে।
১০) সব ভ্রমণকারীকে স্ক্যানিং করা হবে। যারা বাহরাইনে প্রবেশ করছেন এবং তাদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।
১১) সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।