বাহুবলে সড়ক দুর্ঘটনা

নিহত তিন, আহত ৩০

0
1497
ক্রেন দিয়ে তোলা হচ্ছে দুর্ঘটনা কবলিত বাসটিকে

যাত্রী বোঝাই একটি বাস ঢাকা-সিলেট পুরনো মহাসড়কের পাশের খাদে পড়েছে। এতে বাসের হেলপার ও দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ি পথে বিপজ্জনক বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল।

পাশের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে ক্রেন এনে বাসটি তুলেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার করা হয়েছে তিন জনের মরদেহ। এদের এক জন বাসের হেলপার আবু সাঈদ। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মড়ুরা গ্রামে। পরিচয় জানা গেছে হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের ৩৫ বছর বয়েসি কমলা বেগমের। হাতে শাঁখা, কপালে সিঁদুর পরা আরেক যাত্রীর পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হয়।