বাড়ি মালিকদের জন্য হুঁশিয়ারি দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিবেন যে বাড়ি মালিকরা তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে।
বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান গণমাধ্যম কর্মীদের জানান, জাতির এই সঙ্কট সময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় বা অন্যান্য স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে জাতির সেবা করছেন। এদের সাথে খারাপ আচরণ বা কোন ধরনের অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।
ইকবাল মাহমুদ বলেন, দেশে বিদ্যমান ‘সংক্রামক রোগ আইন, ২০১৮’ অনুযায়ী এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। কেউ এই আইনের লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা কঠোর আইনি ব্যবস্থা নিবে। এ প্রসঙ্গে তিনি বলেন, যদি কোন বাড়ি মালিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত কোন ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে আইন অনুযায়ী তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে দুদক। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।