হাজিরা ফাঁকি দিতে অভিনব কায়দা বেছে নিয়েছেন ফাঁকিবাজ ফারুক মিয়া। অকেজো করে দিয়েছেন ডিজিটাল হাজিরা সিস্টেম। ধারণা করা হচ্ছে, অসৎ কর্মকর্তা ও কর্মচারী চক্র কাজটি করিয়েছে ফারুককে দিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নজিরবিহীন এমন ঘটনা ঘটেছে।
বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ফারুক মিয়া হাসপাতালের প্রশাসনিক ভবনে এই অপকর্ম করে। সিসি টিভি ফুটেজে দেখা গেছে, ফারুক একটি সিরিঞ্জে দিয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিনে পানি ঢুকিয়ে দেয়। পুরো কাজটি করতে সে সময় নেয় ৩ মিনিট।
মেশিনে পানি ঢোকানোর ফলে তা অচল হয়ে যায়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারিরা মেশিনে হাজিরা দিতে পারেননি।
এই অপরাধে ফারুককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অভিযোগ জানানো হয়েছে।
এর আগেও একবার মেশিনটি অচল হয়েছিল। কেউ ইচ্ছা করে মেশিনটি নষ্ট করেছে বলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ কারণে পরে প্রশাসনিক ভবনে বায়োমেট্রিক মেশিনের পাশে সিসি ক্যামেরা লাগানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, অফিস ফাঁকি দিতে অসৎ কর্মচারীদের একটি চক্র ফারুকের মাধ্যমে বায়োমেট্রিক মেশিনটি অচল করে দেয়।