রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, এই নির্বাচন ফ্রি ও ফেয়ার হবে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বল্ওে মন্তব্য করেন তিনি। এসময় তিনি সিটি নির্বাচনে বিএনপি’র অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্বদ্যিালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি এমন কথা বললেন। ওবায়দুল কাদের রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার ভোটারদের আশ্বস্ত করেন। বললেন, “এই সিটি নির্বাচনে যেই জিতুক আমাদের কোন সমস্যা নেই। সিটি নির্বাচনে হেরে গেলে সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। আমরা সুস্থ-সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”
নির্বাচনে বিএনপি’র অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক।’
উল্লেখ্য, বুধবার দুপুরে টিএসসি-তে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০১৯ অনুষ্ঠান।