ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। রাজধানীর নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দুই সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তিন জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের মনোনয়নপত্র কিনেছেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সদস্য তাবিথ আউয়াল।
অন্য দিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
রিপন, তাবিথ ও ইশরাক… তিন জনই বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।