বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেন জনগণ তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন সেজন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে। অথচ বিএনপি প্রথম থেকেই ইভিএম বিরোধী বক্তব্য দিচ্ছে।
শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এসময় সাংবাদিকরা ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্ত্রীকে নানা প্রশ্ন করেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই ইভিএম আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি গ্রহন করেছে।