বিদায়, প্রতীতি দেবী

0
1816

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ঋত্বিক ঘটকের জমজ বোন ও সমাজকর্মী সংসদ সদস্য অ্যারোমা দত্তের মা প্রতীতি দেবী দেহ ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রোববার রাত পৌণে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে তিনি মারা যান। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি চিকিৎসাধীন ছিলেন।

প্রতীতি দেবীর শশুর ছিলেন রাজনীতিক, মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। মেয়ে অ্যারোমা দত্ত সংসদ সদস্য ও সমাজকর্মী। বরেণ্য কথা শিল্পী মহাশ্বেতা দেবীর পিসি ছিলেন প্রতীতি দেবী।

প্রতীতি দেবী ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকার ঋষিকেশ দাস রোডে জন্ম নেন। বয়সে ঋত্বিক ঘটকের চেয়ে ৫ মিনিটের ছোট। তাদের বাবা সুরেশ ঘটক ছিলেন ঢাকার জেলা মেজিস্ট্রেট।

১৯৭১ সালের ২৯ মার্চ পাকিস্তানী সেনারা তার সামনেই ধরে নিয়ে যায় সাবেক মন্ত্রী, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত ও দিলীপ কুমার দত্তকে।

প্রতীতি দেবীর স্বামী সঞ্জীব দত্ত। ছেলে রাহুল দত্ত ও মেয়ে অ্যারোমা দত্ত।

ভাইকে নিয়ে প্রতীতি দেবীর লেখা ‘ঋত্বিককে শেষ ভালবাসা’ সুধীজনের কাছে প্রশংসিত বই।