বিদায় রেড প্রিন্সেস

0
937
প্রিন্সেস মারিয়া ট্যরেজা

মারিয়া ট্যরেজা, প্রিন্সেস অব স্পেন। পরিচিতি পেয়েছিলেন রেড প্রিন্সেস নামে। ৮৬ বছর বয়সে জীবন থেকে তাকে বিদায় দিল করোনা ভাইরাস। কোন রাজ পরিবারে করোনায় মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

প্রিন্সেস মারিয়া ট্যরেজা

ফক্স নিউজের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, প্রিন্সেস ট্যরেজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্যারিসে মৃত্যুবরণ করেন। প্রিন্সেসের ভাই প্রিন্স ষষ্ঠ হেনরি ফেসবুকে তার বোনের মৃত্যুর কথা ঘোষণা করেন।

প্রিন্সেস মারিয়া ট্যরেজা জীবনের অনেকটা সময় কাটিয়েছেন মাদ্রিদে। তারপর চলে আসেন প্যারিসে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমারী। পেশায় ছিলেন সমাজবিজ্ঞানের অধ্যাপক।

প্রিন্সেস মারিয়া ট্যরেজা ১৯৩৩ সালের ২৮ জুলাই জন্মগ্রহণ করেন। বাবা প্রিন্স জাভিয়্যর ও মা ম্যাডেলিন ডি বোরবন। প্রিন্সেসরা ছিলেন ৬ ভাইবোন।

৭০ বছর আগে প্রিন্সেস মারিয়া ট্যরেজা

প্রিন্সেস মারিয়া ট্যরেজা স্পেনের হাউস অব বোরবনের কারেন্ট ডাইন্যাস্টি ক্যাডেট শাখার সদস্য ছিলেন।

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ করোনা ভাইরাসের পরীক্ষায় নেগেটিভ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন প্রিন্সেস মারিয়া ট্যরেজা।

বিস্তারিত জানতে:

https://gulfnews.com/world/americas/coronavirus-princess-maria-teresa-of-spain-becomes-first-royal-to-die-from-covid-19-1.1585458512347