বিনম্র শ্রদ্ধা

0
1052

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে সূর্যোদয়ের পর ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। তিন বাহিনীর একটি চৌকষ দল প্রদান করে গার্ড অব অনার। এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এরপর মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, ঢাকায় কর্মরত কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান।

পরে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।