সারাদেশে নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, গ্রাম পর্যায়ে এ সেবা পৌঁছে দেয়া হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, আর্থিক সঙ্গতি না থাকায় অনেক কিশোরী ও নারী স্যানিটারি ন্যাপকিন কিনতে পারেন না। ফলে তারা নানা ধরনের ইনফেকশন, এমনকি ক্যান্সারের ঝুঁকিতেও থাকেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে কিশোরী ও নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে।