মহামারী আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে মধ্যরাত থেকে ১০টি দেশের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত নোটামে, অর্থাৎ ‘নোটিশ টু এয়ারম্যান’ জারি করে। এতে বলা হয়, ২১ মার্চ (শনিবার) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দিবাগত রাত থেকেই উল্লিখিত দেশুলোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোন ফ্লাইট ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণার কারণে দেশগুলো থেকেও কোন বিমান বাংলাদেশে আসেনি।
নোটামে জানানো হয়েছিল, বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত থেকে ছেড়ে আসা নির্ধারিত কোন আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাংলাদেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
অবশ্য এই দশটি দেশ আগেই করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিজ নিজ দেশে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, চীন ও হংকং থেকে ফ্লাইট পরিচালনা উন্মুক্ত থাকবে। তবে ইউরোপ থেকে পর্যটকের প্রবেশ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ থাকবে।