বিয়ের পিড়িতে এখন সৃজিত ও মিথিলা। এ মুহূর্তে মায়ের বিয়েতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রয়েছে মিথিলার মেয়ে আয়রা।
নানা গুঞ্জনের পর এবার সত্যিই বছরখানেকের প্রেমপর্বের পরিণতি টানছেন ঢালিউডের মিথিলা ও টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত।
আজ সন্ধ্যায় কোলকাতাতেই রেজিস্ট্রি করে বিয়ে করছেন তারা। মিথিলার পরিবারের সবাই তাই এখন সেখানেই। বাংলাদেশ থেকে গেছেন মিথিলার বাবা-মাসহ পরিবারের অনেকেই। যাওয়ার সময় তারা নিয়ে গেছেন পদ্মার ইলিশ। বিয়েতে উপস্থিত আছেন সৃজিতের মা ও দিদিরা। এমন সব টাটকা খবর দিয়েছে কোলকাতার কাগজওয়ালারা।
রঙিন পর্দার রৃদ্রনীল, শ্রীজাত, যীশু, পিয়া, ইন্দ্রদীপ ও নীলাঞ্জনাসহ বেশ কয়েকজন আছেন বিয়েতে। এরা সবাই সৃজিতের কাছের জন হিসেবে পরিচিত টালিউড পাড়ায়।
লাল জামদানি পরা মিথিলার পাশে বর সাজে আছেন সৃজিত। পরেছেন পাজামা, পাঞ্জাবী ও জহর কোট।
সঙ্গীত শিল্পী তাহসানের সাথে মিথিলা এগার বছরের সংসার জীবন শেষ করেন ২০১৭ সালে। আয়রা তাহসান-মিথিলার একমাত্র সন্তান।