করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ২ হাজার ৫৯১ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ১৭১ জন।
শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৭০ হাজার ৪৬২ জন। মোট মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৫৬৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৯১০ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৪১ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৮০ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৪ হাজার ১২৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭৯ হাজার ২৯৫ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৬৩৩ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯৬ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩৪৬ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ২৬০ জন। মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন। মারা গেছেন ৩০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৯৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩১ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৭৮৩ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৪৭৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭৯ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় কেউ আক্রান্ত হননি, মারাও যাননি। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ২৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭৮২ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৫ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৫২৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩০০ জন।
করোনা ভাইরাসের আতুর ঘর চীনে গত কয়েকদিনের মতই গত ২৪ ঘন্টাও সেখানে কেউ মারা যাননি। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ জন। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৭ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৪৬ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২১৪ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জন। গত এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ১৯৯ জন (মোট ৩ হাজার ১৬০), ব্রাজিলে ১০৮ জন (মোট ১০ হাজার ১০০), রাশিয়ায় ১০৪ জন (মোট ১ হাজার ৮২৭), ভারতে ১০৪ জন (মোট ২ হাজার ৮৯), নেদারল্যান্ডসে ৬৩ জন (মোট ৫ হাজার ৪২২), বেলজিয়ামে ৬০ জন (মোট ৮ হাজার ৫৮১), কানাডায় ৫৯ জন (মোট ৪ হাজার ৬২৮), তুরস্কে ৫০ জন (মোট ৩ হাজার ৭৩৯), ইরানে ৪৮ জন (মোট ৬ হাজার ৫৮৯), সুইডেনে ৪৫ জন (মোট ৩ হাজার ২২০), পাকিস্তানে ৩৭ জন (মোট ৬৩৬), আয়ারল্যান্ডে ১৭ জন (মোট ১ হাজার ৪৪৬), ইন্দোনেশিয়ায় ১৬ জন (মোট ৯৫৯), ইউক্রেনে ১৫ জন (মোট ৩৭৬), ইকুয়েড ১৩ জন (মোট ১ হাজার ৭১৭), হাঙ্গেরিতে ১৩ জন (মোট ৪০৫), রোমানিয়ায় ১৩ জন (মোট ৯৩৬), পর্তুগালে ১২ জন (মোট ১ হাজার ১২৬), মিশরে ১১ জন (মোট ৫১৪), সৌদি আরবে ১০ জন (মোট ২৩৯), পোল্যান্ডে ৯ জন (মোট ৭৮৫), ফিলিপাইনে ৮ জন (মোট ৭০৪), দক্ষিণ আফ্রিকায় ৮ জন (মোট ১৮৬), স্যুইজারল্যান্ড ৭ জন (মোট ১ হাজার ৮৩০), আলজেরিয়ায় ৬ জন (মোট ৪৯৪), আফগানিস্তানে ৬ জন (মোট ১১৫), ডেনমার্কে ৪ জন (মোট ৫২৬), ইসরাইলে ২ জন (মোট ২৪৭ জন), অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬১৫), এবং গ্রিসে ১ জন (মোট ১৫১) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় পেরু (মোট ১ হাজার ৭১৪ জন), জাপান (মোট ৫৯০ জন), কলম্বিয়া (মোট ৪২৮ জন), আর্জেন্টিনা (মোট ২৯৩ জন), দক্ষিণ কোরিয়া (মোট ২৫৬), মরক্কোত (মোট ১৮৬) এবং অস্ট্রেলিয়া (মোট ৯৭)-তে কেউ মারা যাননি।