করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ দেড় শতাধিক দেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতেও আমরা আশাবাদী মানুষের বাসযোগ্য পৃথিবী ফিরে পেতে, শিশুর হাসিতে উজ্জল পৃথিবী দেখার। এই স্বপ্ন নিয়েই কবি মহসীন সৈকত লিখেছেন ‘ব্যাধিমুক্ত হোক পৃথিবী’। বাংলা নববর্ষের বিশেষ আয়োজনে আর্ট নিউজের পাঠকদের জন্য দেয়া হলো কবিতাটি:










