সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী সতর্ক করে দিয়ে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কেউ কটাক্ষ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেরিতে পাওয়া খবরে জানা যায়, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় তিনি এমন কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন রুমে আয়োজিত সভায় তিনি বলেন, ‘কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। আমার সহকর্মীদের বলছি, যদি নিয়মিত মামলা না হয়, তাহলে কারো কারো বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার চেষ্টা করছি। যদি না হয় তাহলে আমরা হয়তো উকিল নোটিশ দিয়ে আদালতে তাদের দাড় করাবো।
লকডাউনের মধ্যে (১৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খেলাফত মজলিশের নায়েবে আমীর যুবায়ের আহমেদ আনসারী জানাজায় ব্যাপক লোক সমাগম হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অসংখ্য মানুষ ব্রাহ্মণবাড়িয়াকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেন।
সমালোচনাকারীদের উদ্দেশ্য করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়েদ মুকতাদির চৌধুরী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কিছু হলেই ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়। কী যে অপরাধ করলাম এটা আমরা বুঝলাম না। ব্রাহ্মণবাড়িয়াকে গালি দেয়া খুব সহজ। যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আমরা যতটা পারি আইনগত ব্যবস্থা নিব এবং আমরা কাউকে ছাড় দিব না।