এই করোনাকালে আবারও সংবাদ শিরোনামে ব্রাহ্মণবাড়িয়া। এবার সংঘর্ষ বাড়ির সীমানা প্রাচীর নিয়ে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার বিকেলে জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আশুরাইল গ্রামের ধলাই মিয়া তার বাড়িতে সীমানা প্রাচীর দিতে চাইলে প্রতিবেশী ধন মিয়া বাধা দেন।
বাধা দেয়ার এক পর্যায়ে শুরু হয় বাগবিতণ্ডায়, যা সংঘর্ষে রূপ নেয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতির কারণে বর্তমানে পরিবেশ শান্ত। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, একই ইস্যুতে যে কোন দিন আবারও সংঘর্ষ বাধতে পারে।