এবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। বার্তা সংস্থা এএফফি জানিয়েছে এমন তথ্য।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার ট্যুইট করে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গগুলো বৃদ্ধি পাওয়ার পর আমার করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়েছে। তিনি যুক্তরাজ্যের নাগরিকদের উদ্দেশে দেয়া বার্তায় নিজের আইসোলেশনে থাকার কথা নিশ্চিত করেছেন।
ওই বার্তায় প্রাইম মিনিস্টার বরিস বলেন, আমি এখন সেলফ আইসোলেশনে আছি। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নিব।
বরিস জনসন করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাই একসাথে লড়ার প্রত্যয় জানান।