টানা নবম বারের মত দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কাউন্সিলররা এবারও বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থা রাখলেন। এতে আবেগ প্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। প্রতিক্রিয়ায় বলেন, “আমি চাচ্ছিলাম আমাকে একটু ছুটি দেবেন। আপনাদের ভাবতে হবে আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন তেয়াত্তর। এবারও আমাকে দায়িত্ব দিয়েছেন।”
শেখ হাসিনা বলেন, “১৯৭৫ সালে মা, বাবা, ভাই, বোন সব হারিয়েছি।” এসময় তিনি আবেগময় কণ্ঠে বলেন, “আপনজন যাদের রেখে গিয়েছিলাম তারা আর কেউ নেই। আওয়ামী লীগকে আমার পরিবার হিসেবে নিয়েছি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভালবাসাই ছিল আমার চলার শক্তি। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।”