করোনা ভাইরাস থাবা বসিয়েছে ভারতে। কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় খবরের সত্যতা নিশ্চিত করেছে। জানিয়েছে, উহান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়ায় তাকে হাসপাতালে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত নারী শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শাইজালা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেছেন। এতে করোনা ভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যেই রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে পৃথক ওয়ার্ড খোলা হয়েছে।
কেরালার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কেরালা রাজ্যে ৮০৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথম রোগী সনাক্তের পর সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়েছে।
এদিকে, দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ভর্তি হওয়া তিন জনকে বৃহস্পতিবার ছেড়ে দেয়া হয়েছে। তাদের রক্ত পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। দুর্বল বোধ করায় এই তিন জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
করোনা ভাইরাস আতঙ্ক সৃষ্টি হওয়ায় ভারত সরকার তাদের নাগরিকদের চীন সফরে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উহান প্রদেশ থেকে নিজেদের তিনশ’ নাগরিককে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার এক বিবৃতিতে বলেছেন, যে কোন সময় উহানে অবস্থানরত ভারতীয়রা সেখান থেকে চলে আসতে পারেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে সম্প্রতি জানা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭০ জন মারা গেছে।