ভারতে জ্বলবে ‘করোনা আলো’

0
929
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার করোনা আলো জ্বালানোর আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেন নিজের ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্টে। ছবি: ভিডিও ক্লিপ থেকে নেয়া।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংকটের “অন্ধকার ও অনিশ্চয়তা” দূর করতে রোববার রাতে ৯ মিনিট মোমবাতি ও মোবাইলের আলো জ্বালাতে ভারতীয়দের প্রতি আহবান জানিয়েছেন।

ভারতে করোনা ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জন এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের ১৩০ কোটি লোকের মধ্যে সামান্য লোকেরই টেস্ট করা হচ্ছে।

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি বলেন, “বন্ধুগণ, করোনা ভাইরাসের মাধ্যমে যে অন্ধকার ছড়িয়েছে, এর মধ্যেও আমরা অবশ্যই অব্যাহতভাবে অগ্রগতির আলো ও আশা জাগিয়ে রাখবো।”

তিনি বলেন, “চারদিকে আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমরা অবশ্যই সংকটের গাঢ় অন্ধকার দুরীভূত করবো।”

মোদি রোববার রাত ৯টায় সকল আলো নিভিয়ে তাদের দরোজার সামনে কিংবা বেলকনিতে ৯ মিনিট মোমবাতি বা সেলফোনের লাইটের আলো জ্বালানোর আহবান জানান।

গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন চলছে, লাখ লাখ শ্রমিক তাৎক্ষণিকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। হাজার হাজার লোক তাদের নিজ গ্রামে ফেরার চেষ্টা করছেন।