করোনা ভাইরাসে আক্রান্ত ভিআপিদের জন্য আলাদা হাসপাতাল করার যে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ঠিক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, কারও জন্য অলাদা চিকিৎসার ব্যবস্থা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে রোনা ভাইরাস সম্পর্কে সব শেষ আপডেট জানাতে অনলাইন লাইভ ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন খবরের কাগজ ও গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এ বিষয়টি সঠিক নয়। সরকার এ ধরনের কোন ব্যবস্থা করেনি। সবার জন্যই একই হাসপাতাল ও একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।
জাহিদ মালেক সতর্ক করে বলেন, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরনের বিবৃতি দিবেন না, যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এটি সরকারি নীতিবহির্ভূত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হবে।
তিনি বলেন, শিগগিরই ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।
উল্লেখ্য, কয়েকটি সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে করোনা চিকিৎসার জন্য ভিআইপি হাসপাতাল তৈরির সংবাদ প্রকাশ করে। এই তথ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।