ভিডিও কনফারেন্সে হবে বিচারপতিদের সভা

0
848

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। রোববার এই সভা অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সভার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সরকারি আদেশেের সাথে মিল রেখে আদালতও বন্ধ রয়েছে। কেবল জরুরী প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে মেজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে।

এদিকে, শনিবার (আজ) প্রথমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ চালুর যে ঘোষণা ছিল তা ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া সপ্তাহে দুই দিন জজ কোর্ট খোলা রাখার বিষয়টিও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।