প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেছেন। ইতালিতে চারদিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে তিনি ক্যাথলিক খ্রিস্টানদের এই আধ্যাত্মি নেতার সাথে দেখা করেন। এ সময় তারা কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাটিকান সিটিতে যান এবং পোপের সাথে দেখা করেন।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটিতে কিছু সময় অবস্থান করেন। এ সময় মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনার সাথে ছিলেন।
ভ্যাটিকান সিটি থেকে প্রধানমন্ত্রী ট্রেনে করে মিলানের উদ্দেশে রওনা হয়েছেন। মিলান সফরে অ্যাক্সেলসিয়র হোটেল গালিয়ায় অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে তিনি এমিরাটসের একটি ফ্লাইটে মিলানের মালপেন্সা বিমান বন্দর থেকে রওনা হবেন। দুবাই হয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সোয়া ৮টায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।