ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামী মজনুর সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর মেজিস্ট্রেট মো. সরাফুজ্জামান আনছারী রিমাণ্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার শুনানীতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু সিদ্দিক ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, ওই ছাত্রী কুর্মিটোলা বাস স্ট্যান্ড থেকে ৪০-৫০ গজ সামনে আর্মি গলফ ক্লাব মাঠের পাশে পৌঁছালে আসামি পিছন দিক থেকে তার গলা চেপে ধরে। তাকে ফুটপাতে ফেলে দেয়। ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে আসামি তাকে ভয় দেখায় এবং কিল ঘুষি মারে। এতে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে। তখন আসামি মজনু ভিকটিমকে ধর্ষণ করে।
আবেদনে আরও বলা হয়, র ্যাব ১ গত ৮ জানুয়ারি আসামিকে গ্রেফতার করে। আসামির স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমের ব্যাগ, সেল ফোন, পাওয়ার ব্যাংক এবং আসামির একটি প্যান্ট ও জ্যাকেট উদ্ধার করা হয়। এরপর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে আসামি তার নাম, ঠিকানা জানায় এবং ধর্ষণের কথা স্বীকার করে।
এটি একটি স্পর্শকাতর মামলা। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা-সহ আরও তথ্য পেতে তাকে রিমাণ্ডে নেয়া প্রয়োজন।
শুনানি শেষে আদালত সাত দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।